মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে আট বছর পর। দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা সোমবার বেলা ১২টার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা ও মিলন মোল্লা।
২০১২ সালের ২৭ নভেম্বর ওই স্কুলছাত্রী কোচিং শেষে বাড়ি ফিরছিল। পথে মাহমুদুল ও মিলন তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোছলেম আলী আকন নিউজবাংলাকে জানান, অজ্ঞাতদের আসামি করে শিশুটির বাবা ২০১২ সালের ২৮ নভেম্বর সদর থানায় একটি মামলা করেন। পরে তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের বের করে পুলিশ।
দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা-বাবা।