চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলির ছেলে। সে চিৎলা দারুল আরকাম নূরানী মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড়ে দ্রুতগতির একটি ইজিবাইক আলিফকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে চালক পলাতক।
ময়নাতদন্ত না করার আবেদন করায় আলিফের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।