অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করা, মাংস সংরক্ষণ করা এবং জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ না করার দায়ে চারটি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার পশ্চিম বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির ঘটনায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ জরিমানা করেন।
রফিকুল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করা, মাংস সংরক্ষণ করা এবং জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ না করার দায়ে চারটি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদের দণ্ড দেয়া হয়।