ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পদ্মা ব্যাংকের ময়মনসিংহ শাখার কর্মকর্তারা।
রোববার দুপুরে পদ্মা ব্যাংক ময়মনসিংহ শাখার প্রধান সেলিমা বেগম জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ ছাড়া সেলিমা বেগম ও ব্যাংকটির কর্মকর্তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান।
ময়মনসিংহ পুলিশ সুপারকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান পদ্মা ব্যাংকের কর্মকর্তারা। ছবি: নিউজবাংলা
শুভেচ্ছা বিনিময়ে সেলিমা বেগম প্রশাসনের সার্বিক সহযোগিতায় ধন্যবাদ জানান, ভবিষ্যতেও এমন সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা করেন।
প্রশাসনের পক্ষ থেকেও ব্যাংকটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।