মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত ১১ জনের মধ্যে দুই জনের নাম পরিচয় পাওয়া গেছে। এদের এক জন হলো পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩)। জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তাকে কুকুর কামড়ে দেয়।
আরেক জন হলো উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ার ছেলে মিজান মিয়া (১৭)। সে পৌর এলাকার বড়গাছ গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।
এ ছাড়া আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামে আট জন এবং মদনমোহন চা বাগানে এক জনকে কুকুরে কামড়ে দিয়েছে। আহত সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
দুই দিনে ১১ জনকে কুকুরে কামড়ানোর এ ঘটনায় উপজেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সের মেডিক্যাল অফিসার শুকতারা অ্যানী নিউজবাংলাকে বলেন, ‘কুকুরে কামড়ালে জলাতঙ্কের টিকা নিতে হবে। তবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই। কুকুরে কামড়ানো রোগী এলে তিনি ভ্যাকসিনের নাম লিখে দেন।’
তিনি আরও বলেন, ‘রোগী গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে কুকুরে কামড়ের ভ্যাকসিন আছে।’