কুড়িগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুরে জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ভাষ্য অনুযায়ী, ওই ভারতীয় নাগরিক এক জন চোরাকারবারি।
বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম আজাদ জানান, আটককৃত ব্যক্তির নাম নুরুজ্জামান (২৫)। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার হাটশিংগীমারী থানার মানকারচরের কানাইমারা গ্রামে।
তিনি জানান, ‘দুপুরে গরু চোরাচালানের টাকা লেনদেনের জন্য বাংলাদেশে প্রবেশ করেন নুরুজ্জামান। বিজিবির নিজস্ব গোয়েন্দার খবরের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতাভাঙ্গা বিওপির ১০৫৭ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশ সীমান্তের ভেতরে রৌমারি উপজেলার ঝগড়ারচর এলাকায় তাকে আটক করা হয়।’
আটক নুরুজ্জামানের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাছের বিল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।’