কক্সবাজারে সদরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলায় নুরুল আলম নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সদরের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের হিন্দু পাড়া চৌরাস্তার মোড়ে রোববার সকালে হামলা হয় ওই যুবকের ওপর।
ওই ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নুরুল ওই ইউনিয়নের চর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাজ করতেন স্থানীয় একটি বেকারির দোকানে।
সাইফুল জানান, হিন্দু পাড়া এলাকার ইলেক্ট্রিক মিস্ত্রি দয়াল কান্তি দের কাছ থেকে মাসখানেক আগে এক হাজার টাকা ধার নিয়েছিলেন নুরুলের ভাই গুরা মিয়া। সেই টাকা ফেরত দেয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
রোববার সকালে এলাকায় নুরুলকে সামনে পেয়ে পাওনা টাকা দাবি করেন দয়াল। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দয়াল ও তার সঙ্গে থাকা সাত থেকে আটজন নুরুলকে মারধর করে।
এ সময় পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়েন নুরুল। স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যান দয়াল ও তার সহযোগীরা।
তবে সে সময় মিলন নামের একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। আর নুরুলকে এলাকার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এলাকায় এ ঘটনার জেরে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ইনচার্জ আব্দুল হালিম।