কিশোরগঞ্জের ইটনায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল নয়টার দিকে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের মনসন্তোষপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মো. মামুন নামে। তার বাড়ি ওই এলাকাতেই।
ধনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মেদ নিউজবাংলাকে জানান, শনিবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে মামুনকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে একটি জাম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে জানানো হয়।
ওসি আরও জানান, ছয় মাস আগে মামুনের বিয়ে হয়। কিছুদিন পর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তার মানসিক সমস্যা দেখা দেয়। কিছুদিন চিকিৎসা করা হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি।
এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাপ মিয়া জানান, পরিবারের আবেদনে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে।