মায়ের সঙ্গে অভিমান করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা হাসপাতালে নেয়ার পর ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই ছাত্রীর নাম শেখ ফাবিহা সুহা। তিনি ইবির ল’ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই, দৈনিক যায়যায়দিন ও বাসসের জেলা প্রতিনিধি শেখ সেলিমের মেয়ে ফাবিহা।
শেখ সেলিম জানান, শনিবার দুই মেয়েকে বাসায় রেখে স্ত্রীকে নিয়ে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বিকেলে বাসায় ফিরে বড় মেয়ে ফাবিহার কক্ষ ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। সেখান থেকে নামিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাবিহার বাবা আরও বলেন, ‘মায়ের বকায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।