মোংলা বন্দর পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই কর্মীকে তিন হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে মোংলা পৌর শহরের ময়লাপোতার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাহাদুর মিয়া ও সাব্বির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, ময়লাপোতার মোড়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের ‘পানির বোতল’ প্রতীকের প্রচারণার ভ্যান গাড়ীর গতিরোধ করেন একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়া ও তার কর্মী সাব্বির। তখন জাহাঙ্গীরের ভ্যান চালক ও তার কর্মী মনির হোসেনকে মারধর করেন তারা।
পরে ঘটনার তদন্তে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।
সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে প্রমাণ হলে মারধর ও হামলার অভিযোগে বাহাদুর মিয়ার কর্মী সাব্বিরকে তিন হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। এ সময় বাহাদুর মিয়া অভিযোগ তোলেন তার পোস্টার ছিড়ে ফেলার কারণেই ভ্যান চালককে মারধর করা হয়েছে। পরে পোস্টার ছেড়ার অভিযোগে ভ্যান চালক ও মনিরকেও তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এনজেএস/ইএইচএম