যশোর শহরে গাছে ঝুলন্ত অবস্থায় সুজন সাহা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শংকরপুর ভাঙ্গাগেট এলাকা থেকে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
সুজন সাহা বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালিয়া গ্রামের নিখিল সাহার ছেলে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই হৃদয় সাহা।
হৃদয় বলেন, ‘সুজন বাগেরহাট সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করে চাকরির জন্য পড়ালেখা করছিল। চাকরি পাচ্ছিলেন না বলে তিনি অস্থিরতায় ভুগছিলেন। শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দাদার পকেটে থাকা পরিচয়পত্র দেখে পুলিশ আমাদের ফোন দিয়ে বলে যশোর জেনারেল হাসপাতালে আসতে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট না দিলে আত্মহত্যা নাকি হত্যা, কিভাবে মারা গেল সেটা বুঝছি না।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আমরা সৎকার করেছি।’
চাঁচড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ‘প্রাথমিক ধারণা, সুজন সাহা আত্মহত্যা করেছেন। স্থানীয়দের তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মামলা হবে।’