বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হালদার পানি তোলা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তাজুল

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৯:২৯

চীন অনুদান হিসেবে বাংলাদেশকে ১৩ লাখ ১২ হাজার ৫০০ প্যাকেট এলইডি বাতি দিয়েছে। এসব বাতি দেশের সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের মিরসরাইয়ের হালদা নদী থেকে পানি তোলা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে অনুদান হিসেবে চীন বাংলাদেশকে ১৩ লাখ এলইডি বাতি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, মিরসরাইয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে হালদা নদী থেকে পানি উত্তোলন করা নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছেন তারা সাবধান হয়ে যান। এটি নিয়ে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, হালদা থেকে পানি উত্তোলনে মাছের প্রজননের কোনো সমস্যা হবে না বলে গবেষণায় উঠে এসেছে। দেশের উন্নয়নের জন্য ভুল ধারণা ও মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে উন্নয়ন যাত্রা ব্যাহত হলে দেশের মানুষকে এর মূল্য দিতে হবে।

চীন অনুদান হিসেবে বাংলাদেশকে ১৩ লাখ ১২ হাজার ৫০০ প্যাকেট এলইডি বাতি দিয়েছে। এসব বাতি দেশের সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে।

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ‘প্রভিশন অব গুডস ফর অ্যাড্রেসিং দ্য ক্লাইমেট চেঞ্জড’ বিষয়ক সমঝোতা অনুসারে এসব এলইডি বাতি দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী তাজুল ইসলাম।বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মিরসরাইয়ে ইকোনমিক জোনে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ হলে এই অঞ্চলে শত শত ফাইভ স্টার হোটেল-মোটেল হবে। লাখ লাখ ডলার বিনিয়োগ হওয়ার পাশাপাশি ট্যুরিজমের প্রসার হবে।

তাজুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর না থাকলে এত দ্রুত বাংলাদেশের উন্নয়ন হতো না।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে অনেক দেশের বন্দর এবং সম্ভাবনা থাকলেও সুযোগ-সুবিধা নেয়ার ক্ষেত্রে সেসব দেশ বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে।বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশকে এলইডি বাতি সরবরাহ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।

বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম।

এ বিভাগের আরো খবর