রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মদ্যপানে অসুস্থ আরও এক জন মারা গেছেন।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। তুহিন নামের ২৬ বছরের ওই যুবকের বাসা নগরীর হেতেমখাঁ এলাকায়।
তুহিনের পরিবারের সদস্যরা জানান, তুহিনকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান।
রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানিয়েছেন, তুহিনের মৃত্যু সনদে মারা যাবার কারণ অ্যালকোহল পয়জনিং বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে অন্তত ছয় জনকে রামেকে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জন শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান।
আগে মারা যাওয়া তিন জন হলেন, রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকার মো. ফাইসাল, বাকির মোড় এলাকার সাগর ও জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার মো. সজল।
রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস নিউজবাংলাকে জানান, হাসপাতালে আগের তিন জনসহ আরও এক জনের মৃত্যু হয়েছে। এখন অসুস্থ হেতেমখাঁ এলাকার কলপ ও হোসেনীগঞ্জ এলাকার মাহফুজুর রহমান চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে শহরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত নয়টার দিকে বেশ কয়েক জন যুবক হোসেনীগঞ্জ এলাকায় মদ্যপান করেন। এরপর তাদের মধ্যে কয়েক জনের বমি ও শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।