বরিশালের হিজলায় পরিবারের চার জনকে কুপিয়ে আহত করার অভিযোগে নুরু ডাকাত নামে পরিচিত নুরু বাবুর্চিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্প্রতি ১৪ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন।
একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার তিন কিশোর ছেলেকেও।
মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার শনিবার জানান, গত জুলাইয়ে কারাগার থেকে মুক্তি পান নুরু। এর পর তিন মাসে পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করেন তিনি। এতে তার ছেলেরাও সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, নুরুর হামলার শিকার হন তার আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলুফা বেগম এবং চাচাত ভাই কাঞ্চন বাবুর্চি ও তার ছেলে শহীদ বাবুর্চি।
এর মধ্যে সবশেষ গত বৃহস্পতিবার হামলা হয় শহীদের ওপর।
ওসি অসীম জানান, হামলার ঘটনায় নুরু ও তার ছেলেদের আসামি করে মামলা করেন দুলাল বাবুর্চি। হিজলা থানায় নুরুর বিরুদ্ধে ধর্ষণসহ আরও ছয়টি মামলা আছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে।
কারাগার থেকে মুক্তি পেয়েই পরিবারের সদস্যদের ওপর কেন হামলা চালালেন নুরু- এ বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
চেয়ারম্যান শাহজাহান বলেন, ‘কি কারণে হামলা তা আমরা জানি না। তবে পারিবারিক বিরোধ না থাকলে কেউ এভাবে রক্তের সম্পর্কের মানুষকে কোপাতে পারে না।’