জাটকা ধরা ও বাজারজাত করায় মাছ বিক্রেতা রাজু বেপারিকে দুই হাজার টাকা এবং সরকারি কাজে বাধা দেয়ায় রনি বেপারি নামে এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝালকাঠি শহরের বড় বাজারে অভিযান চালিয়ে দেড় মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জনকে জরিমানাও করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা এ অভিযান চালান।
এ সময় জাটকা ধরা ও বাজারজাত করায় মাছ বিক্রেতা রাজু বেপারিকে দুই হাজার টাকা এবং সরকারি কাজে বাধা দেয়ায় রনি বেপারি নামে এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এনডিসি আহমেদ হাছান জানান, বাজারে জাটকা বিক্রির খবর পেয়ে তারা অভিযান চালান। এ সময় জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।