বগুড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন সাংবাদিকরা।
‘গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মী’দের আয়োজনে শনিবার সকালে শহরের ডিবি রোডে এই বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অবিলম্বে হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার এবং বিচার বিভাগীয় তদন্তসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে অপরাধীদের বিচারের দাবী জানান সাংবাদিকরা।
সমাবেশে সাংবাদিকরা ছাড়াও খেলোয়াড়, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বুধবার সরকারি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান ও শ্রমিক লীগ নেতা জনির
মারধরের শিকার হন সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও ভিডিওগ্রাফার রবিউল ইসলাম। এ সময় তাদের ব্যবহৃত ক্যামেরা, মাইক্রোফোন ও নগদ অর্থ লুটে নেয়ারও অভিযোগ উঠেছে।