বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদ্যপানের পর ৩ জনের মৃত্যু, অসুস্থ ৩

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৩:৫৫

মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়ায় ছয় যুবককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়।

রাজশাহীতে মদ্যপানের পর তিন জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও তিন জন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকার মো. ফাইসাল (২৮), বাকির মোড় এলাকার সাগর (২৫) ও জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার মো. সজল (২৫)।

রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস নিউজবাংলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মহানগরীর হেতেমখাঁ এলাকার মো. তুহিন (২৬), একই এলাকার কলপ (২২) ও হোসেনীগঞ্জ এলাকার মাহফুজুর রহমান (২৬) এই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে শহরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত নয়টার দিকে বেশ কয়েক জন যুবক হোসেনীগঞ্জ এলাকায় মদ্যপান করেন। এরপর তাদের মধ্যে কয়েক জনের বমি ও শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরো খবর