গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা ও পৌর আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল ইসলাম সাকা।
বিকেলে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল ইসলাম সাকা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অংশ নেয়ায় জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসানুল করিম লাচু ও সদস্য ফারুক আহম্মেদকে পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ৩১ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের সহসভাপতি নিরঞ্জন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন স্বাক্ষরিত আরেক পত্রে একই অভিযোগে গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমানকে বহিষ্কার করা হয়।
আগামী ১৬ জানুয়ারি গাইবান্ধা পৌর নির্বাচনে মেয়র পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর। এ ছাড়া দলটি থেকে তিন জন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে লড়বেন।