নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি জন নারীসহ চার জন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের সবাই প্রাইভেটকারে ছিলেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা ওই প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এক জনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ভৈরব হাইওয়ে ও বেলাব থানার পুলিশ যৌথভাবে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার উদ্ধার করে। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের ভেতরে থাকা নিহত ব্যক্তির মানিব্যাগে মো. নওয়াব আলী নামের পরিচয়পত্র পাওয়া গেছে। তার বাড়ি গাজীপুর। পরিচয়পত্রে লেখা: তিনি ঢাকা বিজিং ড্রায়িং অ্যান্ড উইভিং ইন্ডাস্ট্রিজর জেনারেল ম্যানেজার। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।