এক বছরের সাইফিন উপজেলার বাকসাবাইদ গ্রামের মোরাদ মিয়ার ছেলে। সকালে খেলতে খেলতে সে পুকুরে পড়ে ডুবে যায়।
শেরপুরের শ্রীবরদীতে শুক্রবার পুকুরের পানিতে ডুবে সাইফিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এক বছরের সাইফিন উপজেলার বাকসাবাইদ গ্রামের মোরাদ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে সাইফিন বাড়ির পাশে পুকুরের উপর খেলছিল। খেলতে খেলতেই সে পুকুরের পানিতে পড়ে যায়।সাইফিনকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পিছনে পুকুর থেকে সাইফিনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।’