কুমিল্লা কৃষি অফিসের কর্মচারী জহিরুল ইসলামকে হত্যার ঘটনায় করা মামলার আসামি আইনজীবী সাইফুদ্দিন সবুজ ও তার বন্ধু আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি খাবার হোটেল থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক।
গত ১৪ ডিসেম্বর রাতে কুমিল্লা কৃষি অফিসের কর্মচারী জহিরুল ইসলাম তার কর্মস্থল থেকে মোটরবাইক ধোয়ার কাজে আড়াইওড়া এলাকায় আসেন। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে আইনজীবী সাইফুদ্দিন সবুজ ও তার বন্ধু আজহারুল ইসলাম তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করে।
জহিরুল ইসলামের বাড়ি আদর্শ সদর উপজেলার চম্পক নগর এলাকায়। এ ঘটনায় ১৫ ডিসেম্বর হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন শেখ জানান, ‘মামলার প্রধান দুই আসামি সাইফুদ্দিন সবুজ ও আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছি। তাদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’