জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের তারাকান্দায় সাদী অটোরাইস ও লাকড়ি মিলে দুর্বৃত্তের হামলায় দুই জন আহত হয়েছেন।
এ সময় ব্যাটারিচালিত ছয়টি অটোরিকশা, মিলের বিভিন্ন যন্ত্রাংশ ও বেড়া ভাঙচুর করা হয়।
আহত দুই জন হলেন মিল মালিকের ছোট ভাই আসাদুজ্জামান আকন্দ ও প্রতিবেশী সোহাগ মিয়া। তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে সাদী অটোরাইস মিলের মালিক রাশিদ্দুজামান আকন্দ জামাল তারাকান্দা থানায় মামলা করেছেন। এতে ফরিদ আকন্দসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
রাশিদ্দুজামান নিউজবাংলাকে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে ফরিদ আকন্দ ২০ থেকে ২৫ জনের ভাড়াটে সন্ত্রাসী দল নিয়ে আমার রাইস মিলে হামলা করে। এ সময় মিলে থাকা আমার ছোট ভাইসহ দুই জনকে বল্লম দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।’
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।