দেখতে দেখতে বিদায় নিয়েছে আরো একটি বছর। ভালো আর মন্দ নানা ঘটনার পাশাপাশি বছরটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে করোনাভাইরাস মহামারির কারণে।
২০২০ সাল চাঁদপুরবাসীর কাছেও নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। করোনা মহামারিতে স্বজন হারানো, সড়ক দুর্ঘটনা, হত্যা, রাজনৈতিক সংর্ঘষসহ বিভিন্ন নেতিবাচক ঘটনার পাশাপাশি দীর্ঘ ৩৫ বছর পর এক যুবকের বাঁকা পা সোজা হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো ইতিবাচক ঘটনাও ঘটছে। চাঁদপুরে পর্যটন খাতে ৬ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবের চমক দিয়ে শেষ হয়েছে ২০২০ সাল।
চাঁদপুর লকডাউন
৯ এপ্রিল করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবেলায় চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এদিন বিকাল সোয়া ৩টায় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান অনলাইনে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। ঘোষণাটি সন্ধ্যা ৭টা থেকে কার্যকর করা হয়। করোনাভাইরাসে জেলায় গত বছর ৮৫ জন মারা গেছে।
অটোরিকশা চালক সজীবের সততা
২১ জুন ঘটে বছরের অন্যতম আলোচিত ঘটনাটি। ওই দিন সকালে শহরের জোড় পুকুর পার এলাকায় সজীবের অটোরিকশায় বিকাশের একজন এজেন্ট ভুল করে ৬১ লাখ টাকা ফেলে যায়। পরে তা দেখতে পেয়ে পুলিশের মাধ্যমে মালিকের কাছে সেই টাকা ফেরত দেন সজীব। এই ঘটনায় সজীবকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুরস্কৃত করে।
অটোরিকশা চালক সজীব
উপজেলা চেয়ারম্যান কারাগারে
২৫ আগস্ট এক প্রকৌশলীকে পেটানোর ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: নিউজবাংলা
পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ
গত ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে নৌপুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্তত ১৩ পুলিশ আহত হয়। জেলেদের নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ সদস্যরা আত্মরক্ষায় প্রায় ৪৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জেলেদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা। ছবি: নিউজবাংলা
সর্বহারা পরিচয়ে ৩০ চিকিৎসককে হুমকি
নভেম্বর মাসে চাঁদপুরে ‘সর্বহারা পার্টির’ পরিচয়ে অন্তত ৩০ জন চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা এই জেলা থেকে বদলির আবেদন করেন। চাঁদা দাবির ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা হয়।
চাঁদপুর-কক্সবাজার বাস
গত বছর চাঁদপুর থেকে কক্সবাজারে বাসে সরাসরি যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ রুটে বিআরটিসির ৪৫ সিটের এসি বাসের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক। চাঁদপুর থেকে কক্সবাজার এই প্রথম কোনো গণপরিবহন চালু হয়।
৩৫ বছর পর দুই পায়ে হাঁটলেন স্বপন
শৈশবে আগুনে পুড়ে পা বেঁকে ৩৫ বছর পঙ্গু জীবন কাটিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফেরেন হতদরিদ্র রিকশা চালক স্বপন। দীর্ঘ দিন চিকিৎসা নেয়ার পর ৩ ডিসেম্বর তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চিকিৎসকরা। প্রায় ৩৫ বছর আগে এক শীতের সকালে আগুন পোহাতে গিয়ে পা পুড়ে যায় তার। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার ডান পা বেঁকে যায়।
৩৫ বছর পর হাঁটলেন স্বপন। ছবি: নিউজবাংলা
পর্যটন খাতে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা
২০২০ সালটি শেষ হয়েছে চাঁদপুরবাসীর জন্য বিশাল এক আশা জাগানিয়া খবরে। ২৮ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মেঘনার চরে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। জাপান-বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠান ‘ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট এন্ড ট্যুরিজম ক্লাব লিমিটেড’ এই বিনিয়োগের ঘোষণা দেয়।
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন চরের ৬০০ একর জমিতে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে পুরো চাঁদপুর জেলার চিত্র।