বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমিতে রেললাইন স্থাপন, কৃষকদের মানববন্ধন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জানুয়ারি, ২০২১ ১৬:১১

কমিটির আহ্বায়ক আশরাফ আলী বলেন, ‘কানাইডাঙ্গা গ্রামের মাঠে প্রায় ছয় হাজার বিঘা তিন ফসলি জমি রয়েছে। এলাকার দরিদ্র কৃষকরা সেখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু হঠাৎ ওই জমির ওপর রেললাইন স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলন হবে।’

চুয়াডাঙ্গায় তিন ফসলি জমিতে রেললাইন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা।

দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে শুক্রবার বিকেল ৩টায় কৃষকদের নিয়ে গঠিত ‘রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি’ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে প্রায় চার হাজার কৃষক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চক্রান্তকারীদের নীলনকশা অনুযায়ী এলাকার পতিত জমি বাদ দিয়ে উচ্চ ফলনশীল তিন ফসলি কৃষিজমিতে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় এলাকার হাজার হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ওইসব জমিতে ধান, ভুট্টা, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ হয়।

প্রতিরোধ কমিটির আহ্বায়ক আশরাফ আলী বলেন, ‘কানাইডাঙ্গা গ্রামের মাঠে প্রায় ছয় হাজার বিঘা তিন ফসলি জমি রয়েছে। এলাকার দরিদ্র কৃষকরা সেখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু হঠাৎ ওই জমির ওপর রেললাইন স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলন হবে।’

মানববন্ধনে তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়ার দাবি জানান কৃষকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য আব্দুল হক, ফেরদাউস রহমান, ফরজ আলী, আব্দুল মান্নানসহ অনেকে।

এ বিভাগের আরো খবর