গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার রেললাইনের উপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে, মাথায় ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মাঝিগাতী ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে অন্তরা খানম নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ১৪ বছরের অন্তরা মাঝিগাতী ইউনিয়নের নাসির ফকিরের মেয়ে।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে রাজবাড়ী রেলওয়ে পুলিশ।
কিশোরীর পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তরা একই এলাকায় তার দাদার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। তবে দাদার বাড়িতে যায়নি সে। পরে খোঁজাখুঁজি শুরু হয়। তবে রাতে তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে নলডাঙ্গা এলাকায় রেললাইনের ওপর লাশ পড়ে থাকার খবর পেয়ে পরে পরিবারের লোকজন গিয়ে অন্তরার লাশ শনাক্ত করে।
অন্তরার বাবা নাসির ফকির বলেন, ‘কে বা কারা আমার মেয়েকে মেরে রেললাইনের উপর রেখে দিয়েছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়া হয়নি। ময়নাতদন্তের পর ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।