চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের পিকনিকে সংঘর্ষে দুই জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, পিকনিকে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।
জখম দুজন হলেন পারভেজ হোসেন ও জিসান হোসেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় যুবকরা। সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচার সময় গায়ে ধাক্কা লাগা নিয়ে তাদের কয়েক জনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
তিনি জানান, স্থানীয় অন্য যুবকেরা তাদের মধ্যে মিটমাট করে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই কয়েক জন যুবক ধারাল অস্ত্র নিয়ে এসে অন্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে।
স্থানীয়রা জানান, গুরুতর জখম পারভেজ ও জিসানের চিৎকারে তারা ছুটে আসেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল বলেন, ‘দুজনেরই পিঠে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘এ ঘটনায় রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।’