ফেনীতে এক ঠিকাদারকে অপহরণের অভিযোগে করা মামলায় জানে আলম দুলাল নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানে আলম সদর উপজেলার শর্শদী ইউপির চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি।
বৃহস্পতিবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. জসিম উদ্দিন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইনের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আগামী রোবার রিমান্ডের শুনানি হবে।
ডিবির পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে ডিবির একটি দল জাহানপুর থেকে জানে আলম দুলালকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লাইসেন্স করা একটি শর্টগান ও তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জানে আলমের বিরুদ্ধে জেলা প্রশাসনে গ্রামপুলিশের পোশাক সরবরাহের দরপত্র জমা দিতে আসা খলিলুর রহমান নামের এক ঠিকাদারকে অপহরণের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় খলিলুর বাদী হয়ে ইউপি চেয়ারম্যান জানে আলম দুলালসহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই-তিন জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
মামলার অন্য চার আসামি সফিকুল ইসলাম সম্রাট, মো. সালাউদ্দিন, কামরুল হাসান সাব্বির ও মো. রাসেল হোসেন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে সম্রাট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।