চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়জুল ইটভাটা শ্রমিক ছিলেন।
চুয়াডাঙ্গায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পিকনিকের স্থানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফয়জুল মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়জুল ইটভাটা শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় যুবকরা পিকনিকের আয়োজন করেন। এ সময় আয়োজন স্থানে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। গুরুতর অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাসুদ রবিন ফয়জুলকে মৃত ঘোষণা করেন।