বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এনজিও কর্মী নয়নকে শ্বাসরোধে হত্যা করেন দম্পতি

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ২২:৫৬

পুলিশ সুপার জানান, তদন্তে নয়নের সঙ্গে এক গৃহবধূর ঘনিষ্ঠতার তথ্য পায় ডিবি। সন্দেহের জেরে ওই গৃহবধূ ও তার স্বামীকে বুধবার আটক করলে জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

যশোরের বেনাপোলের এনজিও কর্মী আল আমিন ওরফে নয়নকে ব্যক্তিগত সম্পর্কের জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

বেনাপোলের দুর্গাপুর গ্রামে নিজ বাড়ির পাশের বাগান থেকে গত সোমবার উদ্ধার করা হয় এনজিও কর্মী নয়নের মরদেহ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলা হলে তদন্তে নামে ডিবি।

পুলিশ সুপার আশরাফ জানান, তদন্তে নয়নের সঙ্গে এক গৃহবধূর ঘনিষ্ঠতার তথ্য পায় ডিবি। সন্দেহের জেরে ওই গৃহবধূ ও তার স্বামীকে বুধবার আটক করলে জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ সুপার বলেন, তাদের ঘনিষ্ঠতার বিষয়টি এলাকায় জানাজানি হলে গৃহবধূ এ সম্পর্ক শেষ করতে চাইলেও তাতে রাজি ছিলেন না নয়ন। এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন গৃহবধূ ও তার স্বামী।

সে অনুযায়ী ২৮ ডিসেম্বর রাতে নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তারা।

জিজ্ঞাসাবাদের পর হত্যা মামলায় গৃহবধূ ও তার স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান পুলিশ সুপার আশরাফ। হত্যায় ব্যবহার হওয়া সরঞ্জাম ও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর