প্রশাসনের আশ্বাসে সোমবার পর্যন্ত পাবনায় পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বৈঠকে শাহজাদপুরের মালিক পক্ষ না আসায় সিদ্ধান্তে পৌঁছা যায়নি। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ সোমবারের মধ্যে দুই পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে সোমবার পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী মঙ্গলবার আবারও পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।’
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৪ ডিসেম্বর পাবনার বাস চালক শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পাবনার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। ২৭ ডিসেম্বর পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট ঘোষণা করে।