জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে নৌকা জাদুঘরের উদ্বোধন করেন। ১০ জানুয়ারি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে জাদুঘর।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় জেলা প্রশাসন ভবন সংলগ্ন পুরাতন পাবলিক লাইব্রেরি চত্বরে ৭৮ শতক জমির উপর মাত্র ৮১ দিনে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের নির্মাণ কাজ শেষ হয়।
এর আগে ৮ অক্টোবর জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
১৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নির্মিত জাদুঘরটির দিকে তাকালে দূর থেকেই দেখা যাবে একটি বড় নৌকা। এর মূল ভবন ৭৫ ফুট, প্রতিটি গলুইয়ের দৈর্ঘ্য ৪৫ ফুট।
জাদুঘরে রয়েছে দেশ-বিদেশের নানান আকৃতির একশ’ প্রকারের নৌকার অনুচিত্র, একটি নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক লাইব্রেরি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, ৯ডি থিয়েটার ও একটি ফুড ক্যাফে।
বঙ্গবন্ধু নৌকা জাদুঘরজেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নৌকা ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহন করে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল ঘেঁষে প্রবাহিত পায়রা, বলেশ্বর, বিশখালী ও খাকদোন বিধৌত জেলা বরগুনা। এই জেলার নামকরণের যে একাধিক জনশ্রুতি রয়েছে তার প্রায় সবগুলোই নৌকার সঙ্গে জড়িত।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, ‘নৌকা আমাদের অনভূতির নাম, ইতিহাস ঐহিত্যের নাম, আমাদের জাতিসত্তায় মিশে আছে। এই হারিয়ে যাওয়া নৌকার স্মৃতি ধরে রাখতে মুজিব শতবর্ষে জেলা প্রশাসন বরগুনা দেশের প্রথম নৌকা জাদুঘর প্রতিষ্ঠা। এর মধ্য দিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্যের নতুন প্রজন্ম জানতে পারবে।’
আগামি ১০ জানুয়ারি থেকে দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হবে জাদুঘর।