ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত একটি মামলার বাদী-বিবাদীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ জন।
উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম কুদ্দুস মিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ২০১৭ সালে খাগালিয়া গ্রামের তৈয়ব আলী নামে এক ব্যক্তি তার জমি দখলের অভিযোগে একই গ্রামের মহিবুল্লাহর বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা করেন। মামলার রায়ে জমি ফিরে পান তিনি।
ওই জমি পুনর্দখলের অভিযোগে চলতি বছরের নভেম্বরে আবারও মহিবুল্লাহসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তৈয়ব। মামলার তিন আসামিকে গত মঙ্গলবার ওই গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরিচুল হক জানান, আসামিদের গ্রেপ্তারের জেরে তৈয়ব ও মহিবুল্লাহ পক্ষের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে মৃত্যু হয় ৩০ বছর বয়সী কুদ্দুস মিয়ার। তাকে নিজের সমর্থক বলে দাবি করেছেন তৈয়ব।
সংঘর্ষের পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি আরিচুল।