মৌলভীবাজার পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ হয়েছে। শেষ দিনে মেয়র পদে দুই প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন জমা। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অলিউর রহমান। আর আওয়ামী লীগের বিদ্রোহী সাইফুর রহমান বাবুল লড়বেন স্বতন্ত্র।
কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন জমা দেন।
বিএনপি প্রার্থী মো. অলিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘গত নির্বাচনের মত এবারেও সুষ্ঠু ভোট নিয়ে সন্ধিহান। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আমিই নির্বাচিত হব।’
মনোনয়ন যাচাই-বাছাই ৩ জানুয়ারী, প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী। ১১ জানুয়ারী প্রতীক বরাদ্ধের পর ৩০ জানুয়ারি হবে ভোট।
এবারের পৌর নির্বাচনে নিবন্ধিত ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ ও নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৮ কেন্দ্রের ১২৫ বুথে ভোট দেবেন তারা।