অজানা নয় পরিচয়। বাবা-মা স্বজনরা চাইছেন তাদের মেয়ের সৎকার হোক। কিন্তু তিন সপ্তাহ ধরেও হচ্ছে না তা। হাসপাতালের হিমঘরে শুয়ে আছে মেয়েটি।
১৫ বছর বয়সেই থেমে গেল লাকিং মে চাকমার জীবনের চাকা। এরপর যে কী শুরু হলো, তা তার জানার কথা নয়।
পরিবারটি বৌদ্ধ ধর্মাবলম্বী। বাবা মা চাইছেন লাকিং মের সৎকার করতে। কিন্তু স্বামী দাবি করে বাধ সেধেছেন এক যুবক। তার দাবি, ওই কিশোরী মুসলমান হয়েছেন। তাই মুসলিম ধর্মীয় রীতিতে হবে সৎকার।
এই অবস্থায় প্রশাসন পড়েছে বেকায়দায়। ঘটনাটি এখন গড়িয়েছে আদালতে।
মেয়েটির পরিবার বলছে, চলতি বছরের শুরুর দিকে তাকে বাসা থেকে তুলে নেয়া হয়েছিল। এ নিয়ে মামলাও হয়। তবে তদন্ত শেষে পিবিআই জানায়, মেয়েটি অপহৃত হয়নি। সে নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করেছে। আর সে মুসলমান হয়েছে।
এখন মেয়েটির কথিত স্বামীর পরিবার তাকে নিয়ে যেতে চাইছে। যদিও স্বামী দাবি করা যুবকের হদিস মিলছে না।
তবে মেয়েটির বাবা এই তদন্তে নারাজি দিয়েছেন। তিনি বলছেন, ১৪ বছরের একটি মেয়ের বিয়ে হতে পারে না আইন অনুযায়ী।
লাকিং মে কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী চাকমাপাড়ার লালা অং চাকমার মেয়ে। টেকনাফ শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
অপহরণ মামলা এবং বিয়ের দাবি
১০ ডিসেম্বর তার মৃত্যুর পর থেকে মরদেহ নিয়ে দুই পক্ষের টানাটানি শুরু। তবে ঘটনার সূত্রপাত চলতি বছরের ৫ জানুয়ারি।
সেদিন সন্ধ্যার পর লাকিং মেকে বাসা থেকে স্থানীয় কয়েকজন যুবক অপহরণ করে নিয়ে যায় বলে টেকনাফ থানায় মামলা করতে যান বাবা লালা অং চাকমা।
কিন্তু মামলা নেয়নি থানা। পরে ১৭ জানুয়ারি কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কয়েক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন।
বিচারক তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআইকে।
ছয় মাস পর পিবিআই প্রতিবেদন দেয়। এতে বলা হয়, লাকিং মে অপহৃত হয়নি। নিজের ইচ্ছায় ঘর ছেড়েছে।
মেয়েকে না পেয়ে শোকাতুর পরিবারটি ১০ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানার এসআই আব্দুল হালিমের কাছ থেকে ফোন পায়। তবে পুলিশের তথ্যে শুরু হয় কান্না। তারা জানতে পারে, আদরের মেয়েটি আর নেই।
পুলিশ জানায়, লাকিং মে বিষ পান করে আত্মহত্যা করেছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে আছে।
খবর পেয়ে বাবা মা ছুটে আসেন। বুকে জড়িয়ে ধরেন নিথর মেয়েকে। নিয়ে যেতে চান বাড়িতে।
তখনও বাধা। প্রশাসন জানায়, মেয়েকে নেয়া যাবে না।
কারণ হিসেবে বলা হয়, মেয়ে ধর্ম পাল্টে মুসলমান হয়েছেন। মেয়ের স্বামী আতাউল্যাহও তাকে নিয়ে যেতে আদালতে আবেদন করেছেন।
১৫ ডিসেম্বর বাবা পিবিআই এর তদন্ত প্রতিবেদনের নারাজি দেন আদালতে। তখন র্যাবকে ১৫ দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলে আদালত। তবে বুধবার যোগাযোগ করা হলে তদন্ত প্রতিবেদনের ব্যাপারে কিছু জানাতে পারেননি র্যাবের কক্সবাজারের মুখপত্র।
লাকিং মের বাবা মা যা বলছেন
মেয়েটির বাবা লালা অং চাকমা নিউজবাংলাকে বলেন, ‘আমি অসহায়, আমার মেয়েকে বাঁচাতে পারিনি। আমার ছোট্ট মেয়েটিকে অপহরণ করেছে, এরপর হত্যা করেছে। মৃতদেহটা পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে না। আমি আমার মেয়ের খুনি আতাউল্যার বিচার চাই।’
তিনি বলেন, ‘তাকে যখন অপহরণ করা হয়, তখন তার বয়স ছিল মাত্র সাড়ে ১৪ বছর। আমার শিশু মেয়ের কীভাবে বিয়ে হলো? তাকে জোর করে বাল্য বিয়ে করতে বাধ্য করা হয়েছে।’
লাকিং মের মা কেছিং চাকমা বলেন, ‘সে চাকমা, মুসলমান নয়। অন্তত মেয়ের লাশটা ফিরে পেতে চাই।’
মর্গে লাকিং মে আছন কক্সবাজার সদর মডেল থানার এস আই আবদুল হালিমের তত্ত্বাবধানে।
আবদুল হালিম নিউজবাংলাকে বলেন, ‘মেয়েটির বাবা-মা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মেয়েটির স্বামীর পরিবার বলছে, বিয়ের সময় মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।’
তিনি জানান, মেয়েটির বাবা লালা তার জন্ম নিবন্ধন সনদ জমা দিয়েছেন, যা অনুযায়ী মেয়েটির বয়স ১৪ বছর।
অন্যদিকে তার স্বামী আতাউল্যাহর পরিবারের পক্ষ থেকেও একটি এফিডেভিট করে বিয়ের সনদ দেয়া হয়েছে। যাতে উল্লেখ আছে যে মেয়েটি ধর্ম পাল্টেছিল।
তিনি বলেন, ‘লাশ কে পাবে, তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
কক্সবাজারের মানবাধিকার কর্মী ও আইনজীবী রফিক উদ্দিন সিরাজির ধারণা, পুলিশ এই মামলার তদন্তে অবহেলা করেছে।
তিনি বলেন, ‘আমি অভিযুক্ত আতাউল্যার মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, অপহরণের মামলার পর থেকে এখন পর্যন্ত পুলিশ তাদের বাসায় যায়নি। আমার যেটা মনে হচ্ছে কিছু লোক আছে যারা এ পুরো বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’
খোঁজ নেই স্বামী দাবি করা যুবকের, কথা বলছেন তার ভাই
বেশ কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও আতাউল্যার বক্তব্য পাওয়া যায়নি।
তার বড় ভাই মনির উদ্দিন বলেন, তার ভাইয়ের সাথে লাকিং মের বিয়ে হয়েছে, এই খবর তিনি বিয়ের পরে জানতে পারেন।
বলেন, ‘এ বছরের জানুয়ারিতে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর কর্মস্থল কুমিল্লায় তাকে নিয়ে আসে আতাউল্যা। সে সময় মেয়েটি ধর্মান্তরিত হয়েছে বলেও আমরা জানতে পারি।’
মেয়েটি কীভাবে মারা গেল- এমন প্রশ্নে মনির উদ্দিন দাবি করেন, গত ১০ ডিসেম্বর কথা কাটাকাটি জেরে লাকিং মে বিষ পান করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মেয়েটিকে নিয়ে যান।
তিনি বলেন, ‘তার সুরতহাল করার পর আমরা জানতে পারি লাশ আমাদের কাছে হস্তান্তর করা হবে না। কারণ তার বাবাও লাশের জন্য আবেদন করেছেন।’
বিয়ের পর লাকিং মের একটি সন্তান হয়েছে বলেও জানান তিনি।