সিলেটের কানাইঘাটে ২০১৮ সালের ১৯ এপ্রিলের এক ডাকাতির ঘটনায় নতুন করে তিন জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
পিবিআই সিলেট কার্যালয়ে বৃহস্পতিবার সকালে মামলার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ খালেদ-উজ-জামান।
তিনি জানান, কানাইঘাট থেকে বুধবার গ্রেপ্তার করা হয় কামরুল ইসলাম, রশিদ আহমদ ও সেবুল আহমদকে।
দুই বছর আট মাস আগের ওই রাতে কানাইঘাটের ছাটেদেশ আগফৌদ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। লুট করে স্বর্ণালংকার ও নগদ টাকা।
প্রতিহতের চেষ্টা করলে আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাত দল। এ ঘটনায় বাদি হয়ে কানাইঘাট থানায় মামলা করেন আব্দুল জলিল।
প্রায় দুই বছরেও কোনো অগ্রগতি না হওয়ায় মামলাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে হস্তান্তর করা হয় পিবিআইয়ের কাছে। এর পর বিভিন্ন সময় জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সাত জনকে।
সবশেষ গত বুধবার কানাইঘাটের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন জনকে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দশ জনের মধ্যে পাঁচ জন সরাসরি ওই ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত। এদের কাছ থেকে লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।