বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুজানগরে রোপণ হবে ১০ হাজার তালগাছ

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ১৪:৪৩

প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তালগাছ রোপণ করা হচ্ছে। এলাকার সার্বিক পরিবেশ বজায় রাখতে ও আর্থ-সামাজিক উন্নয়নে এই গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

পাবনার সুজানগরে পর্যায়ক্রমে ১০ হাজার তাল গাছের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের (বিএসআরআই) ঈশ্বরদী শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জোনকোলা চরে এসব গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়।

বিএসআরআই মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে তালগাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএসআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল ও বিজ্ঞানী ড. আতাউর রহমান।

প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তালগাছ রোপণ করা হচ্ছে। এলাকার সার্বিক পরিবেশ বজায় রাখতে ও আর্থ-সামাজিক উন্নয়নে এই গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

মহাপরিচালক ড. আমজাদ হোসেন বলেন, ‘বজ্রপাত প্রতিরোধে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। প্রতি বছর অনেক মানু্ষের প্রাণহানি হয় বজ্রাঘাতে। এই মৃত্যু কমিয়ে আনতে আমাদের এই প্রচেষ্টা।

‘তালগাছ শুধু বজ্রপাত নয়, মাটির ক্ষয়রোধও করে। পাশাপাশি এটির পুষ্টিগুণ রয়েছে। তালগাছ অর্থনৈতিকভাবেও লাভজনক। মেধাশক্তি বৃদ্ধিতে তাল শ্বাস, রস, গুড়সহ মিষ্টিজাতীয় খাদ্যের জুড়ি নেই।’

এ বিভাগের আরো খবর