শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে পাবনা থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সকল রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
পাবনা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। প্রায়ই শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা তুচ্ছ কারণে পাবনার চালক-শ্রমিকদের মারধর করেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একইভাবে তারা পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে।’
তিনি বলেন, ‘রবিবার (২৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করে প্রশাসনের কাছে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়। এতেও সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।’
পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, ‘সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সাথে আলাপ চলছে। অচিরেই সমাধানের ব্যবস্থা করা হবে।’