বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহহীন ১২ পরিবার পেল আশরাফুন্নেসা ফাউন্ডেশনের ঘর

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ০১:১৫

১ লাখ ৭০ হাজার টাকা করে ব্যয়ে প্রতিটি আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নকশা অবিকল রেখে দুই কক্ষ ও একটি খোলা বারান্দা দেয়া হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ১২টি গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে।

বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন নামে একটি সংগঠন হতদরিদ্রদের ঘরগুলো দিয়েছেন।

বুধবার দুপুরে পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি বিতরণ করা হয়।

বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মিয়া গৃহহীন পরিবারগুলোর সদস্যদের হাতে চাবি তুলে দেন।

১ লাখ ৭০ হাজার টাকা করে ব্যয়ে প্রতিটি আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নকশা অবিকল রেখে দুই কক্ষ ও একটি খোলা বারান্দা দেয়া হয়েছে।

ঘরের মধ্যে বিদ্যুতের সংযোগ দিয়ে দুটি বাল্ব ও একটি বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।

চরভাগা ইউনিয়নে আটটি পরিবার ও চরআত্রা, নোওপাড়া, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে একটি করে পরিবারকে এই ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

চরভাগা ইউনিয়নের হাসিনা বেগম ঘর পেয়েছেন। তিনি বলেন, ‘আংগো ঘরোত ফানি ফরতো, শীতোর বাতাস ডুকতো, অহন পাহা ঘরত ফাইছি। হেরা বিনা ট্যাহেয় ঘরত দিছে অহন কষ্ট থাকব না।’

বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে। অসহায়, দুস্থ ও দরিদ্রদের সহায়তা করে আসছে দীর্ঘদিন ধরে। শীতবস্ত্র, বন্যা, নদীভাঙন কবলিত মানুষের পাশে সবসময় সহায়তার হাত বাড়িয়েছে ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে গৃহহীন পরিবারগুলোকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে‌।

‘কাজটি একটি চলমান প্রক্রিয়া। আমরা এলাকায় যাদেরকে প্রকৃত অসহায় পাব তাদের আরও ঘর করে দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর