নড়াইলে দুই পৌরসভায় ছয় মেয়র প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। যার মধ্যে পাঁচ জন জমা দিয়েছেন বুধবার।
প্রথমবারের মতো নড়াইল পৌরসভায় ভোট হবে, এ ছাড়া ভোট হবে কালিয়া পৌরসভায়।
নড়াইল পৌরসভায় মেয়র পদে বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনজুমান আরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই দিনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জুলফিকার আলী মন্ডল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরাসহ বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক মেয়র উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুশফিকুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক টুলু, বিএনপির ওয়াহিদুজ্জামান মিলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে এক জন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। ৩ জানুয়ারি বাছাই ও ১০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।