কক্সবাজারের উখিয়ায় বাজার তদারকি অভিযানে তিনটি খাবারের দোকানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইনের নেতৃত্বে উখিয়া সদরে বুধবার বিকেলে চলে এই অভিযান।
ইমরান জানান, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং খাবার তৈরির সময় মুখে মাস্ক ব্যবহার না করায় দুটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আর খাবারের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়া, খুচরা মূল্য উল্লেখ না করা এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করার দায়ে আরেকটি বেকারিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা ও অনুমোদনহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন ইমরান হোসাইন।
জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।