পাবনায় শ্রমিকদের মারধরে প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে মালিক-শ্রমিকেরা ঘোষণা দিয়েছেন।
সংগঠনটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের ফোন করে জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনা-ঢাকাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
হাবিবুর বলেন, পাবনার সব বাস সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে মহাসড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করে। প্রায়ই শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে।
তিনি অভিযোগ করে বলেন, ‘পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দিবে না, এমন তুচ্ছ কারণে মারধর করে। গত ২৪ ডিসেম্বর পাবনা এক্সপ্রেস বাসের দুই হেল্পারকে (চালকের সহকারী) মারধর করা হয়।’
হাবিব জানান, গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা।
তিন দিনেও সমাধান না পাওয়ায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান হাবিব।
তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন বা কর্মসূচি সরকারের নয়, শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি।’
‘সমাধানের জন্য প্রশাসন যেকোনো সময় আমাদের ডাকলে আমরা বসতে প্রস্তত। ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।’ বলেন হাবিব।