বারোবাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হলে রাস্তার পাশে ছিটকে পড়েন ইকবার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ইকবাল হোসেন নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের তার বাড়ি যশোরের মনিরামপুরে।
বারোবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর জানান, দুপুরে ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। আর যশোর থেকে মুরগি নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল কাভার্ডভ্যানটি।
পথে বারোবাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হলে রাস্তার পাশে ছিটকে পড়েন ইকবার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য ইকবালের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ সদস্য।