রাজশাহীতে বিএনপির সমাবেশে বসার ঘটনাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিতে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের ডাক দেয়া হয়।
সমাবেশ শুরুর সময়ই পেছনের দিকে বসাকে কেন্দ্র করে কয়েক জন নেতা-কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অনেকে।
মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, সমাবেশে যোগ দেয়ার সময় বসার ঘটনাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে কিছুটা হুড়াহুড়ির ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যায়। পরে শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়।