ঝালকাঠি জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল বুধবার দুপুরে উন্মোচন করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ও ম্যুরালের উদ্বোধন ঘোষণা করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
এ সময় জেলা পরিষদ চত্বরে মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম।
আমির হোসেন আমু ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ম্যুরাল উদ্বোধন ঘোষণার পর মঞ্চের পাশে ফলক উন্মোচন করেন বিশেষ অতিথিরা।
এই ম্যুরাল নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে আট লাখ টাকা।