চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিভাণ্ডার গ্রামে এই ঘটনা ঘটে।
আহত নারীর নাম দোলন অধিকারী। অভিযুক্ত জসিম অধিকারী তার স্বামী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল দোলনের। এ দিন কলহের এক পর্যায়ে ধারাল ছুরি দিয়ে দোলনকে গলা কেটে হত্যার চেষ্টা করেন জসিম। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, দোলনের অবস্থা আশঙ্কাজনক। তার গলার রগ কেটে গেছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানো হতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ঘটনার পর দুপুরে দোলন অধিকারীর বাবা সুনিল অধিকারী বাদী হয়ে জসিম অধিকারী, তার বাবা কানু গোসাই অধিকারী ও কানুর স্ত্রী আশা অধিকারীকে আসামি করে একটি মামলা করেন। জসিম অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’