বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কাম না করলি পেট চলবে কী কইরে’

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৪:২৭

‘আইজ কয় দিনই খুব শীত পরছে। কাম করতি পারছিনে। ময়লা নিতি আসলি হাত জমি যাচ্ছে। কী আর করব। কাম না করলি পেট চলবে কী কইরে।’

বুধবার সকাল। ঝিনাইদহে তখনও সূর্যের দেখা মেলেনি। শহরের পায়রা চত্বর এলাকায় নিজের কাজে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মী সাধন দাশ।

শীত নিয়ে তাকে প্রশ্ন করতেই বলেন, ‘আইজ কয় দিনই খুব শীত পরছে। কাম করতি পারছিনে। ময়লা নিতি আসলি হাত জমি যাচ্ছে। কী আর করব। কাম না করলি পেট চলবে কী কইরে।

‘গতবার এট্টা কম্বল পাইছিলাম। এবার তো একুনো পাইনি।’

শুধু সাধন দাশ নয়, কনকনে শীতে বিপাকে পড়েছেন তার মতো নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষ। শীতের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। আবার কাজে না বেরিয়েও উপায় নেই।

গত কয়েক দিন ধরে রাত থেকে দুপুর পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে। সূর্যের দেখা মিলছে বেশ বেলা করে।

অনেকেই আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন।

সদর উপজেলার ভুটিয়ার গাতি এলাকার কৃষক রাশেদ মিয়া নিউজবাংলাকে বলেন, ‘সকালে মাটে আলাম একটু কাম করব বইলে। কিন্তু যে শীত, কাম করার তো উপায় নেই। ১০টা-১১টার পরে এসে কাম করা লাগবি। তা ছাড়া এখন হাত জুমে যাচ্ছে।’

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, শীতের কারণে ধানের বীজতলায় কিছুটা সমস্যা হতে পারে। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর