বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোবায় মিলল শিশুকন্যার মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ২৩:৪০

মাইশা আক্তার সোমবার দুপুরে নিখোঁজ হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ না পাওয়ায় বিষয়টি মাইকে প্রচার করে তার পরিবারের লোকজন। এতেও মাইশার কোন খোঁজ পাওয়া যায়নি।

রংপুর মহানগরীর বড়বাড়ি সরকার পাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে মাইশা আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পুলিশ খবর পেয়ে সাড়ে চার বছরের মাইশার মরদেহ উদ্ধার করে।

পুলিশের উপপুলিশ পরিদর্শক মামুনুর রশিদ নিউজবাংলাকে জানান, মাইশা আক্তার সোমবার দুপুরে নিখোঁজ হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ না পাওয়ায় বিষয়টি মাইকে প্রচার করে তার পরিবারের লোকজন। এতেও মাইশার কোন খোঁজ পাওয়া যায়নি।

মামুমুর রশীদ জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা ডোবায় মাইশার মরদেহ দেখে তাদের খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘মাইশার গলায় আঘাতের চিহ্ন, কানে রক্ত ও মাথা ফোলা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

মাইশার বাবা মনোয়ার হোসেন বলেন, ‘আমি সামান্য গ্রিল মিস্ত্রি। আমার কোনো শত্রু নাই। কেন আমার মেয়েটাকে মারল। আমি এর বিচার চাই।’

ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার গিয়েছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে মামলা হবে। আমরা বিভিন্ন বিষয়ে খোঁজ রাখছি। তদন্ত শুরু হয়েছে। খুব কম সময়ে আসল ঘটনা বের করা যাবে।’

এ বিভাগের আরো খবর