বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মায় জেলের জালে ২৭ কেজির কাতল

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ২১:৩৬

সকালে গুরু হালদার মাছটি নিয়ে দৌলতদিয়া ছাইক্যা মোল্লার মৎস্য আড়তে যান। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে মাছটি কিনে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের অদূরে কার্গো ঘাটায় ২৭ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে।

পাবনার জেলে গুরু হালদারে জালে মঙ্গলবার ধরা পড়া মাছটি পরে ৪৪ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেন তিনি।

জেলে গুরু হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে।

সকালে তিনি মাছটি নিয়ে দৌলতদিয়া ছাইক্যা মোল্লার মৎস্য আড়তে যান। এ সময় স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে মাছটি কিনে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ‘মৎস্য আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। মৎস্য সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগের সুফল এটি। এ ধরণের বড় বড় মাছ পদ্মা নদীতে আরও রয়েছে।’

পদ্মা ও যমুনার মোহনায় প্রায়ই সুস্বাদু বড় আকারে কাতলা, বোয়াল, পাঙ্গাস, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ জেলেদের জালে ধরা পড়ে।

এ বিভাগের আরো খবর