বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেরুর ট্রাক্টরকে সাইড দিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ১৬:২৫

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জীবননগরে ট্রাক্টর থেকে ছিটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় দুই দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন।

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির আখভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী।

সোমবার রাত ১১টার দিকে দর্শনার নেহালপুর স্কুল মাঠের কাছে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ইকরামুল হকের মৃত্যু হয়। আহত দুজন হলেন টুনো মিয়া ও জসিমউদ্দিন।

হতাহতদের বাড়ি সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিউজবাংলাকে জানান, ট্রাক্টরটি হিজোলগাড়ী থেকে কোম্পানির দিকে যাচ্ছিল। নেহালপুর স্কুল মাঠের কাছে তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগে।

সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আহত দুজনকেও প্রথমে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাওয়ার টিলার থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জীবননগরে নিহত শিশু আব্দুল্লাহ। ছবি: নিউজবাংলা

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে খেলছিল। এ সময় একটি ইটবাহী পাওয়ার টিলার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ সেটির পেছনে উঠতে গেলে ছিটকে পড়ে যায়।

ওসি আরও জানান, গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর