প্রত্যেক দম্পতির জন্যই বিয়েবার্ষিকীর দিনটি গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে কেক কেটে নানা আয়োজনে দিনটি উদযাপন করেন অনেকে। তবে কুমিল্লায় অন্যভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন ব্যবসায়ী ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এবং স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা দম্পতি।
বিয়েবার্ষিকীর দিনে তারা এতিম ও হাফেজ শিক্ষার্থীদের সঙ্গে কেটেছেন কেক; বিতরণ করেছেন কম্বল ও শীতের টুপি।
সোমবার দিনভর কুমিল্লার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের সঙ্গে বিয়েবার্ষিকী উদযাপন করেন এ দম্পতি।
নগরীর ভাটপাড়ায় ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, আদর্শ সদর উপজেলার আমড়াতরী ইউনিয়নের জুলেখা বিবি মাদ্রাসা, শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা, চাঁনপুর ডুমুরিয়া মাদ্রাসাসহ অন্তত ১০টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন তিন হাজার কম্বল ও কানটুপি।
শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা খলিফা আনিস মোর্শেদ বলেন, ‘জাগ্রত মানবিকতার পক্ষ থেকে প্রতি বছর এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বছরের বিভিন্ন সময়ও সংগঠনটি এতিম শিশুদের জন্য খাদ্যসামগ্রী পাঠায়। সংগঠনটির জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে।’
তাহসিন বাহার সূচনা বলেন, ‘আজ সোমবার আমাদের অষ্টম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে কম্বল ও কানটুপি বিতরণ করেছি। আমাদের অনেক ভালো লাগছে।’
এ সময় তাদের জন্য সবার কাছে দোয়া চান।
সাইফুল আলম রনি বলেন, ‘বিবাহবার্ষিকীর দিনটি আমরা এতিম ও হাফেজ শিক্ষার্থীদের জন্য রেখেছি। তাদের সাথে কেক কেটেছি। হৈ-হুল্লোড় করেছি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শিশুরা আনন্দ পেয়েছে, এটাই আমাদের প্রাপ্তি।’